SEOClerk. Free registration with world best SEO Markeptlace.

SEOClerks

Translate

Monday, January 27, 2020

কিভাবে ব্লগার ব্লগস্পটের সাথে আপনি ইউটিউব সাবস্ক্রাইব বাটন এড করবেন?


ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আপনার একটা ব্লগ আছে। ২ টাই গুগলের সার্ভিস। এখন আমি যদি চাই ব্লগার ডট কমের সাথে আমার ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব বাটন টা দেখাবে তাহলে আমাকে কি কি করতে হবে?

যারা এক্সপার্ট তারা নীচের পিকচার গুলো দেখলেই বুঝে যাবেন। আর যারা এক্সপার্ট না তাদের জন্য আমি ষ্টেপ বাই ষ্টেপ বলে দিতাছি।

প্রথমে চিত্রে দেখানো গুগল ডট কমে যাবেন এবং Youtube Subscribe Button  লিখে সার্চ দিবেন। 

সার্চ দিলে আপনি সার্চ  রেজাল্ট পেজ পাবেন। তারপরে প্রথমে দেখবেন ডেভেলপার ডট গুগুল ডট কম লিখা আছে। সেটাতে ক্লিক দিবেন। যদি সার্চ রেজাল্ট প্রথমে না থাকে তাহলে আপনি সার্চ করে বের করবেন কোথায় আছে।



তারপরে আপনি নীচের পেজটাতে প্রবেশ করবেন। সেখানে আপনি গুগল ডেভেলপারের অনেক ফাংশন দেখতে পারবেন। ভয় পাবার কিছু নােই। আপনি শুধূ ষ্টেপ বাই ষ্টেপ ফলো করবেন। 


Channel ID লিখা অপশনে ক্লিক করেন। তারপরে আপনার ইউটিউব চ্যানেল এ ক্লিক করেন। তার আগে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে লগইন করে ডুকতে হবে ইউটিউব ডট কম থেকে।


তারপরে ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন। 


উপরে যে ওয়েবসাইট এড্রস টা দেখবেন সেটাই আপনার ইউটিউব চ্যানেল লিংক। লিংকের শেষাংশে একটা হেক্সাডেসিমাল কোড দেখবেন। সেটা আপনাকে কালেক্ট করতে হবে। 


তারপরে সেটাকে কপি করে আবার সেই ডেভেলপার পেজে আসতে হবে এবং প্রথম বক্সে পেষ্ট করতে হবে। নীচে ছবিতে দেখাইয়া দেয়া হয়েছে।


তারপরের বক্স গুলো আপানকে সিলেক্ট করতে হবে এবং ীচে আফটার ইফেক্ট দেখাবে। সেই ভাবে আপনি চয়েজ করবেন কোনটা ফাইনাল করবেন। 

আমি হাইলাইট করে দেখাইয়া দিছি আপনি কোড টা কোথায় পেষ্ট করবেন। 




তারপরে সেকেন্ড বক্সে কি  সিলেক্ট করতে হবে।


ফাইনালি আপনি আপনার ইউটিউব সাবস্ক্রাইভ বাটন টা দেখতে পারবেন। 


এখন হাইলাইট করা কোড টা কপি করবেন। তারপরে আপনি ব্লগার ডট কমের লেআউট অপশনে আসবেন। 


সেথান থেকে গেজেট অপশনে থেকে এইচটিএমএল/ জাভা স্ক্রিপ্ট অপশন ক্লিক করতে হবে। 


সেখানে কপি করা কোড টা পেষ্ট করবেন। উপরে আপনার ডেটা ভালো লাগে সেটা লিখবেন। তোরপরে সেভ এরান্জমেন্ট করবেন।


আপনার মেইন ব্লগের পাশে দেখাবে ইউটিউব সাবস্ক্রাইভ বাটন। এখন আপনার ব্লগের ইউজার রা সেটা দেখতে পারবে এবং তারে মনে চাইলে সাবস্ক্রাইভ করতে পারবে। 


এই আর্টিকেল এর সবগুলো েলেখা একসাথে দেখেনিআমার পিনটারেষ্ট বোর্ডে




No comments:

Post a Comment